মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, থমথমে গুইমারা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

খাগড়াছড়িতে শনিবার জারি হওয়া ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ ডাকা অবরোধ।

সোমবার সকালে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেল।

তাদের পোস্টে বলা হয়, রবিবার “গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহীদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে।”

একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে, তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় পোস্টে। তবে দুই সড়ক বাদে জেলার বাকি সড়কগুলিতে অবরোধ চলবে বলেও পোস্টে জানান হয়েছে।

মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে এই অবরোধ শুরু করে ‘জুম্ম-ছাত্র জনতা’। অবরোধে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর থেকে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সেই অবরোধ ও ১৪৪ ধারার সোমবারও অব্যহত আছে। এর মধ্যে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানে ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা।

খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ সারাদেশের যানবাহন চলাচল বন্ধ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষসহ জেলায় ঘুরতে আসা পর্যটকরাও। অবরোধে দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ ৯ উপজেলার সঙেও জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা