
		বরিশালে দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান উপলক্ষে আজ সোমবার সকাল দশটায় নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্বশীল মৃৎশিল্পী ছাড়াও, রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও ময়মনসিংহের ৬৫ মৃৎশিল্পী অংশ নেন। এসময় মৃৎশিল্পে নিরবিচ্ছিন্ন কাজের জন্য এক জনকে আজীবন , ১১ জনকে বিভিন্ন বিভাগসহ মোট ৬৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকাল দশটায়, উদ্বোধনী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে সংগীতাঞ্জলি, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয় ও চারুকলার বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা পরিষদের উদ্যোগে এটি ১৬তম আয়োজন। আয়োজকরা মনে করেন বাংলাদেশে মৃৎ শিল্পের ইতিহাস অত্যন্ত প্রাচীন। সুলভ মাটি, নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও দক্ষ মৃৎশিল্পীরাই এ শিল্পকে টিকিয়ে রেখেছেন । তাই তাদের সন্মান ও কল্যাণের জন্য এ ধরণের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।
মন্তব্য করুন