
		বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির রাজনীতি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ মানে বাংলাদেশের রাজনীতি। বিদেশী রাজনীতি বিএনপির কাছে মুখ্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসমান সবাই মিলে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও প্রয়োজন এবং উৎসব নিয়েই বিএনপির রাজনীতি। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার পরামর্শ ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকে।
শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের জয়দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু শংকর মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ্যানী আরো বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্টরা হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার-নির্যাতন ও জায়গা জমি দখল করেছে। কিন্তু বিএনপি সব সময় সতর্ক এবং সজাগ ছিলো বলেই দলীয় নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের জন্য পাহাড়ারত থাকার পাশাপাশি এবং হিন্দুদের বিরুদ্ধে কোন কথা আসলে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হতো। বিভিন্ন সময় বিএনপির নের্তাকর্মীরা প্রতিবাদ করতে গিয়ে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে। তারপরও মাঠ ছাড়েনি বিএনপি।
এ্যানি আরো বলেন, বিগত ২০০২ এবং ২০০৮ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে আপনাদের প্রত্যক্ষ ভোট এবং সমর্থনে নির্বাচিত হয়েছি। এরপর বিগত বছরগুলোতে ভোট হয়নি, কেন্দ্রে যেতে হয়নি এবং রাতের আধারে ভোট হয় এটাতো ভোট নয়। বিগত ২৫ বছরে হিন্দু সম্প্রদায়ের সকল উৎসবে আপনাদের পাশে ছিলাম। অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, সেই নির্বাচনে পূর্বের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট এবং সমর্থন দিয়ে বিজয় করবে।
মন্তব্য করুন