মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন–৪৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় শ্রীমঙ্গল পৌরসভার শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি মন্দির ও সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্থানীয়দের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া পিবিজিএম, পিএসসি এবং অন্যান্য বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে ৭৯টি এবং পৌরসভার ১৭টি সহ মোট ৯৬টি পূজামণ্ডপে ১২টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ জানান, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে পারে, সে জন্য বিজিবি টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

শ্রীমঙ্গল সেক্টরের আওতায় ৪৬, ৫২ ও ৫৫ বিজিবির মোট ২৪টি প্লাটুন মৌলভীবাজার জেলায় টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে দুর্গাপূজার সময় কোনো অঘটন না ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা