
		নিখোঁজের তিন মাস পর কেন্দুয়ার বিল থেকে যুবকের কঙ্কালসার অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পরিবারের অভিযোগ, নিখোঁজের পর থানায় অভিযোগ করার চেষ্টা করলেও তারা পর্যাপ্ত সহযোগিতা পাননি উল্টো পুলিশ থেকে হেনস্তার শিকার পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে হেনস্তা নয় মামলা তদন্তের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বিরান্দরী বিল থেকে গলিত কঙ্কালসার মরদেহ উদ্ধার করে পুলিশ । কাপড় দেখে শামীমের পরিবারের সদস্যরা দাবি করছেন, কঙ্কারসার মরদেহটি ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের। গতকাল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেছে।
পরিবারের সদস্যরা জানায় শামীম এমইউ আলিম মাদ্রাসার প্রিন্সিপালের ঘুষের মাধ্যমে পুনর্বহালের মত অনাচারে প্রতিবাদ করায় স্থানীয় কিছু প্রভাবশালীর সঙ্গে সে সংঘাতে জড়িয়েছিলেন। পরবর্তীতে প্রতিপক্ষরা শামীমকে গুম ও হত্যার হুমকি দেয়। এর কিছুদিন পর গত ২ জুন রাতে শামীম নিখোঁজ হয়।
পরবর্তীতে ৫ জুলাই একটি ব্রীজের নিচ থেকে শামীমের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজের দুই মাস ২৭ দিন পর বিল থেকে শামীমের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবার কঙ্কালের উপরে থাকা কাপড় দেখে দাবি করে এটি শামীমের মরদেহ। শামীমের পরিবার ও এলাকাবাসীর সন্দেহ প্রতিপক্ষ তাকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য বিলে ডুবিয়ে রেখে দিয়েছিল।
এদিকে পরিবার অভিযোগ করে বলছে তিন মাস ধরে তারা খোঁজাখুঁজি করলেও - থানা পুলিশ থেকে কোনো সহযোগিতা না পেয়ে আদালতে গিয়ে হত্যা মামলা করায় উল্টো পুলিশ কর্তৃক শামীমের পরিবার বার বার হেনস্তার শিকার হয়েছে।
পুলিশে হয়রানির কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন শামীমের স্ত্রী। তবে তার একটাই চাওয়া ঘটনার সঠিক বিচার। তার এক ছেলে ও গর্ভের জমজ সন্তান তাদের বাবাকে ফিরে না পেলেও যাতে দোষীদের শাস্তি হয় এটাই তার দাবি।
কেন্দুয়া থানার ওসি হয়রানির অভিযোগের কথা সঠিক নয় বলে জানান, নিখোঁজের পর তারা জিডি নিয়েছিল। এক নম্বর আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে, বাকি আসামিরা জেল থেকে আগাম জামিন পেয়েছে- তারা মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছেন।
স্থানীয় এলাকাবাসীরা এমন ঘটনার নিন্দা জানাচ্ছে এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছে পাশাপাশি নিহতের পরিবার ও গ্রামবাসী অভিযোগ করেন- মামলার সঙ্গে ধীরগতি ও প্রভাবশালীদের যোগসাজশ রয়েছে।
মন্তব্য করুন