মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিখোঁজের পরদিন খাল থেকে পায়ে গামছা বাধা মরদেহ উদ্ধার

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম

‎লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর পায়ে গামছা বাধা অবস্থায় খাল থেকে আবু ইউছুফ (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে ইউসুফকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে নিখোঁজ ছিলেন ইউসুফ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের গোপীনাথপুর গ্রামে কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে টোটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে।

‎নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।

‎নিহত ইউছুফের ছেলে মো. শাকিল ও স্থানীয়রা জানান, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোন বিরোধ নেই।

‎লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না অন্য কিছু, এখনই বলা সম্ভব না। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা