
		কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়ায় ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে টেকনাফ মডেল থানার তদন্ত ওসি হিমেল বড়ুয়া জানিয়েছেন।
নিহত শিশুটির নাম আফসি মনির(৪)। সেই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াকিয়া পাড়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুনের কন্যা। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলার পূর্ব পানখালী এলাকার দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।
পরিবারের দাবি, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আফসি নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তারা আরও জানান, আফসির কানের দুল পাওয়া যায়নি এবং তার মুখে প্লাস্টারের দাগ ছিল।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ গঠনায় ৬জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন