
		যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক এক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। গত রবিবার (৫ অক্টোবর) বিকালে তেতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে আটক হয় মোর্শেদ মন্ডল।
পরে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির ৫ সদস্য ও বিএসএফএর তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে আলোচনার মাধ্যমে যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে আটক মোর্শেদ মন্ডল (৫৫) কে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
২১ বিজিবির গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়া বিএসএফের হাতে আটক এক বাংলাদেশীকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন