মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতে পাচারকালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৪ জন আটক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

দালালচক্রের সহায়তায় শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ পাচারকারীসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিগ্রাম বিওপি এলাকার সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান থেকে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, অভিযানে পাচারকারী চক্রের ২ সদস্যসহ মোট ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের বহনে ব্যবহৃত ৪টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তল্লাশিতে ৫৪ হাজার ৪০০ টাকা নগদ, ১৪টি মোবাইল ফোন, বিভিন্ন সীম কার্ড ও একটি রিকশা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ১৮ জন ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার, একজন নাটোর ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। পাচারকারী চক্রের দুই সদস্যের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আটককৃতদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন জানান, আটক ২৪ জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এবং পাসপোর্টবিহীনভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা