
		ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোর) বিকাল ৫ টায় উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এই ঘটনা ঘটে। মো. হাবিবুর রহমান সাহারপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে বাড়ির পাশে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় হাবিবুর রহমান। ওই সময় বজ্রপাতে সে আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবপুর হেলথভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, এবিষয়ে কেউ আমাকে অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন