
		খুলনা জেলার দাকোপ জোয়ারের তোড়ে বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে ঘরবাড়ি ফসলের খেত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার ঢাকী নদীর জোয়ারের পানির চাপে দাকোপের ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার আনুমানিক ২ শত ফুট ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বাঁধ ভেঙ্গে যাওয়ায় দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম পানিতে তলিয়ে যায়। ফলে ভেসে গেছে ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর ও ৩ হাজার বিঘা জমির আমন ফসলের খেত।
পানি উন্নয়ন বোডের নির্বাহি প্রকৌশলী মো. আশরাফুল আলম জানালেন, বাধ আটকোনোর চেষ্টা চলছে।আশা করছি রাতের জোয়ার আসার আগেই বাধ আটকানো সম্ভব হবে।
মন্তব্য করুন