
		ঢাকার ধামরাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সাংবাদিকদের সংগঠন ধামরাই প্রেসক্লাব৷
নতুন নেতৃত্বে চতুর্থবারের মতো সভাপতি হিসাবে আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ বাবু নির্বাচিত হয়েছে৷
শনিবার (১১ অক্টোবর) ধামরাই থানা স্টান্ডে প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৩১ জন ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ধামরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান৷
সভাপতি পদে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ২০ ভোটে নির্বাচিত,প্রতিদ্বন্দ্বিতায় কালের কন্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসান পেয়েছে ১১ ভোট৷
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোহনা টিভির ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু ২৩ ভোট ও প্রতিদ্বন্দ্বিতায় সময়ের কন্ঠস্বরের আব্দুল কাদের পেয়েছে ৭ ভোট৷
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ-এর ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল ২৪ ভোটে নির্বাচিত প্রতিদ্বন্ডিতায় দেশকাল নিউজের শওকত হোসেন সৈকত পেয়েছে ৭ ভোট৷
যুগ্ম সম্পাদক পদে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মোঃ রাসেল হোসেন ২৩ ভোটে নির্বাচিত এতে প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির ধামরাই প্রতিনিধি আব্দুল হালিম আব্দুল হালিম পেয়েছে ৮ ভোট৷
৯ পদে নেতৃত্ব পেলেও পাঁচ পদে নেতৃত্ব পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷ সহ-সভাপতি পদে এশিয়ান টিভির ধামরাই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের ছাত্র রূপালী বাংলাদেশ পত্রিকার ধামরাই প্রতিনিধি নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির ধামরাই প্রতিনিধি নাজমুল হাসান, কার্যকরী সদস্য বাংলাদেশ টুডের মিলন সিদ্দিকী ও খবরের আলোর জাকির হোসেন ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে৷
এ সময় প্রধান সমন্বয়কারী খবরের কাগজের ধামরাই প্রতিনিধি রহুল আমিন, নির্বাচন কমিশনার হুমায়ূন কবির ও এডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ধামরাই থানা পুলিশসহ ধামরাই, সাভার, আশুলিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন