
		ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় দেড় শতবর্ষে পদার্পণ করছে। বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও অবদানের স্মৃতিচারণে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিনদিনব্যাপী মহাসমারোহে পালিত হবে প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উৎসব।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আবেশ সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ এ সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি’ (আবেশ) এই উৎসবের আয়োজন করছে।
উদযাপন কমিটির সদস্যরা জানান, তিনদিনব্যাপী উৎসবের প্রথম দিন (২৪ ডিসেম্বর) শুধুমাত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হবে। তিনদিনই দিনভর চলবে সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, ম্যাগাজিন প্রকাশ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, গান, স্মৃতিচারণ সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। এছাড়া ১৫০ বছর পূর্তি উপলক্ষে ইতোমধ্যেই অনুষ্ঠিত হচ্ছে নানা প্রাক-উৎসব আয়োজন—যার মধ্যে রয়েছে বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতা ও নিবন্ধন কার্যক্রম।
আবেশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠান অংশগ্রহণের জন্য ২০১৪ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা এবং ২০১৫ থেকে ২০২৫ সালের ব্যাচের জন্য দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্ত্রী, বাবা-মা ও সন্তানরাও অংশ নিতে পারবেন। স্ত্রীর জন্য ২ হাজার টাকা এবং বাবা-মা ও সন্তানের জন্য জনপিছু দেড় হাজার টাকা ফি দিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস থেকে আগত প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা করছেন।
লিখিত বক্তব্যটিতে জানানো হয়, ১৮৭৫ সালে ভারতীয় মহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যাপীঠ থেকে দেশের রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অসংখ্য কৃতি ব্যক্তিত্ব বেরিয়ে এসেছেন।
বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজকরা এটিকে ‘ঐতিহ্য ও স্মৃতির মিলনমেলা’ হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেন, এই উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন রচনা করবে এবং অন্নদা বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান ও সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।
মন্তব্য করুন