
		মানিকগঞ্জে লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পুটাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বী এলাকার মানিক মিয়ার ছেলে এবং স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকায় হত্যাকান্ডের মূল ঘটনা জানা নেই। ঘটনা জানার পরপর আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জরিতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকে মামলা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন