
		কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাবলিক রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ও ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল ও আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩( সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো. জুনায়েদ হাসান, জেলা অফিস সম্পাদক এড. মনিরুজ্জামানসহ দলের অন্য নেতারা ।
এ সময় তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। এতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন সম্ভব হবে। পাশাপাশি আওয়ামী লীগের যারা দোষর জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি করা হয়েছে এতে।
এদিকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান বিক্ষোভ মিছিল করেছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ও দোসরদের দল হিসেবে জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
একই দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা ও মহানগর শাখা। আজ রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরী শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফতুল্লা চাঁদমারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে নেতৃবৃন্দ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল মো: জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মো. মমিনুল হক সরকার নারায়ণগঞ্জ জেলা,মহানগরীর নেতৃবৃন্দ।
মন্তব্য করুন