মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতি কোপে ছোট ভাই নিহত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাই রনি মিয়ার চাপাতির কোপে ছোট ভাই মনির হোসেন (২২) নিহত হয়েছে। অভিযুক্ত বড় ভাইকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ স্থানে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় ছোট-খাটো বিষয় নিয়ে তার বড় ভাই মাদকাসক্ত রনি মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ওসি একে এম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে যান। তার উপস্থিতিতে এসআই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ওসি জানান, তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় রনিকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা