
		আগামী নভেম্বর মাসে গণভোট ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিও বাজার, মেডিকেল মোড়, কাচারি বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ জেলা ও মহানগর জামায়াতের আমীর এবং দলীয় নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ওই মানববন্ধন সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা ।
সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা ইসলামি আন্দোলনের সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক রিপন শেখসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা । জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা ।
সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা ইসলামি আন্দোলনের সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক রিপন শেখ। এছাড়া এসময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ।
মন্তব্য করুন