
		ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মহিলা কলেজের সামনের এলাকা থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের পরিবার ও আত্মীয় স্বজনরা যদি কোন সময় দেখা করতে আসে, তারা আমাদের প্রতিষ্ঠানের গেইট ছোট হওয়ার কারনে চিনতে পারে না। তারা নানা অসম্মানজনক কথা বলে। এমনকি কোন রিক্সা মামারাও কলেজের নাম চিনে, কিন্তু গেইট চিনে না। তারা সদর হাসপাতাল চিনে। সেখানে নামিয়ে দিয়ে চলে যায়।
তারা আরো বলেন, আমাদের যে গেইট আছে সেটা দিয়ে আসা যাওয়া সময় ইভটিজিংয়ের সম্মুখীন হওয়া লাগে। কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া কলেজের নিরাপত্তা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে এসব স্থাপনার কারণে।
তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান। সমাবেশে শতাধিক শিক্ষার্থীরা 'আমাদের নিরাপত্তা চাই, অবৈধ স্থাপনা উচ্ছেদ করো' প্রভৃতি স্লোগান দেন।
এসময় কলেজের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হান্নান খন্দকারের কাছে দাবিসমূহ তুলে ধরেন। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকার ও প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান বসরা, তানজিনা আক্তার, ইসরাত জাহান তানিয়া প্রমুখ।
মন্তব্য করুন