মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিন মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. মিলন আলী ও তার ভাই আলম আলীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে মিলন আলীর ছেলে সাদেক আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়াও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলাদা আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, হত্যা মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এবং প্রতিপক্ষের যাকেই সামনে পেয়েছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

তিনি আরও বলেন, হত্যা মামলা ছাড়াও হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলায় দায়ের করেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন পক্ষের কর্মীরা।ওসি জানায়, পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে এজাহারভুক্ত কোন আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় গ্রামবাসী এক আসামির জামাতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতরা সকলেই জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থক। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালায় সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকরা। আহতদের মধ্যে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা