
		ছাত্রদল বগুড়া শহর শাখার আওতাধীন ১ নং ওয়ার্ড ছাত্রদলের নয়া আংশিক কমিটিকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোহাম্মদ মেহেদী হাসান হিমুর আয়োজনে নয়া আংশিক কমিটির নেতৃবৃন্দকে বৃহস্পতিবার বিকেলে হাকির মোড় এলাকায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,১ নম্বর ওয়ার্ড বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ঠান্ডা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন শেখ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি স্বাধীন আহমেদ, দিপু চৌধুরী, সাইমুম ইসলাম, আতিক মল্লিক, রাজু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া কমিটির শহর ছাত্রদলের নেতা, সহ-সাধারণ সম্পাদক রাহাদ শেখ, সহ তথ্য গবেষণা সম্পাদক আরিফ শেখ, সমাজ সেবা সম্পাদক মুন্না, এবং ১নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক রেজওয়ানুল ইসলাম লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিউর রহমান (জুমার), জুম্মা মোবারক রাফিউল ইসলাম যুগ্ম-আহবায়ক রাফিউল ইসলাম ও শিরিন আক্তার রুমি, সদস্য সাজিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মন্তব্য করুন