
		মৌলভীবাজারের কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কোর্ট রোডে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে ওই প্রতিবাদ জানান কৃষকরা। ওই কর্মুচীতে অংশ নেন মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় আথানগীরি, মোকামবাড়ি ও নোয়াপাড়া এলাকার জনসাধারণ।
মানববন্ধন সমাবেশকালে বক্তব্য রাখেন হাওর হাওর রক্ষা আন্দোলন ধরিত্রী রক্ষায় আমরা-ধরার কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল করিম কিম, প্রফেসর সেলিমুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক আ স ম ছালেহ সোহেল, সদস্য সচিব এম খছরু চৌধুরী। এসময় তারা পূবের হাওরে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধের দাবি জানান।
মন্তব্য করুন