
		চট্টগ্রাম বন্দরে বর্ধিত গেট পাস ফি (মাশুল) স্থগিত হওয়ায় পরিবহন মালিক ও সিএন্ডএফ কর্মচারীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এর ফলে আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। গতকাল রোববার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর বৈঠকে যানবাহনের গেট পাস ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়। পরে বিকেলে সিএন্ডএফ কর্মচারীদের প্রবেশ ফিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, রোববার বিকেল থেকেই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। শনিবার থেকে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্য ডেলিভারি ব্যাহত হয়েছিল।
প্রসঙ্গত, ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা এবং সিএন্ডএফ কর্মচারীদের প্রবেশ ফি ১০ টাকা থেকে ১১৫ টাকায় উন্নীত করায় ধর্মঘট শুরু হয়েছিল। তবে বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্তে উভয় পক্ষ কর্মসূচি প্রত্যাহার করেছে।
মন্তব্য করুন