
		চাঁদপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার (২০ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে যায় ৮ টি দোকান।আগুনে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন