
		মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ইলিশ মাছ ও একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেছে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২০ অক্টোবর) সকাল ৮-৫ মিনিট থেকে ১১-৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানে অংশ নেন এস আই মোমেন ভূঁইয়া, এস আই সাহাবুল আলমসহ ফোর্সের অন্যা সদস্যরা।
অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত ট্রলার বর্তমানে নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন, নিষেধাজ্ঞা চলাকালে কেউ যাতে অবৈধভাবে ইলিশ শিকার করতে না পারে, সে বিষয়ে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন