মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নাটোরে নিষিদ্ধ আ' লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেফতার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম

নাটোের নলডাঙ্গায় উপজেলায় সর্বহারা নেতাসহ নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ডিবি ও নলডাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), একই এলাকার মো. আব্দুল সাত্তার ছেলে যুবলীগ কর্মী মো. সোহাগ (৩৩), পূর্ব মাধনগর গ্রামের মো. জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে সর্বহারা সহযোগী ও আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫), ও মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. রুহুল আলম(৪২)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় রাত আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে নলডাঙা উপজেলার বিভিন্ন এলাকায় চরমপন্থা কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। সর্বহারা নেতা আতাউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন- সমাজে বিভিন্ন নাশকতা, বিশৃঙ্খলা ও চরমপন্থা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা