
		মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন চর এলাকায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে ১০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে দুই কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে বাকীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জব্দ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন