
		ঢাকা-নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত মেট্রোরেল প্রকল্প সম্প্রসারণের দাবিতে শুক্রবার (২৪ অক্টোবর) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে একটি বড় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ মেট্রোরেল সংক্রান্ত এ সভায় বক্তারা বলেন, মেট্রোরেল প্রকল্পের এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জবাসীর যাতায়াতের সমস্যা দূর হবে এবং ঢাকা ও মুন্সীগঞ্জের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তারা আরও উল্লেখ করেন, জেলার অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এর বিশাল প্রভাব পড়বে। রাজধানী ঢাকার চাপ কিছুটা হলেও কমবে।
পরিষদের আহ্বায়ক মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এডভোকেট মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, ব্যাংকার ও লেখক সিরাজুল ইসলাম, এডভোকেট মাহাবুব উল আলম স্বপন, এডভোকেট মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, মাহাবুর রহমান, বৈশাখী টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম লিটন, ঝুমুর আক্তার, আব্দুস সালাম, জসিম উদ্দিন, হুমায়ুন কবির, মমিন বিশ্বাস।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে থাকবে- স্মারকলিপি প্রদান, মানববন্ধন আয়োজন ও গণস্বাক্ষর কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি।
মন্তব্য করুন