
		বরিশলের ঝালকাঠিতে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এসময় নাসিম আকনকে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরবর্তীতে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন তিনি। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনেদ ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খান ও ডোবায় পড়ে যান।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রাজাপুর থানার পরিদর্শক আবুল মালেক জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তার মৃত্যুর খবরে বিভিন্ন সংগঠন ও মহলসহ পুরো রাজাপুর উপজেলাসহ জেলা জুড়ে শোক বিরাজ করছে।
নাসিম আকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমসহ আরও অনেকে।
মন্তব্য করুন