মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীসহ ৩ জন আটক

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম

দিনাজপুরে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘উপ-খাদ্য পরিদর্শক’ নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) হাতেনাতে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় ও ডিভাইস চক্রের সাথে জড়িত ২ সদস্য মোঃ মামুন (৩৫) ও হরসুন্দর রায় ওরফে সবুজ (৩৮)-কে গ্রেফতারের সময় পুলিশ বেশ কিছু ডিভাইস ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

পরীক্ষার্থী কৃষ্ণকান্ত দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। ডিভাইস চক্রের সাথে জড়িত মোঃ মামুন দিনাজপুরের বিন্যাকুড়ি এলাকার মতিউর রহমানের ছেলে ও হরসুন্দর রায় সবুজ একই উপজেলার পশ্চিম সাইতাড়ার করুণা কান্ত রায়ের ছেলে।

পুলিশ জানায়, শনিবার নিয়োগ পরীক্ষা চলছিলো দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে। এরমধ্যে শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের ১০১ নং কক্ষ পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে কৃষ্ণকান্ত রায় নামে এক পরীক্ষার্থীর শরীর তল্লাশী করে একটি ডিভাইস উদ্ধার করা হয়, যেই ডিভাইসের মাধ্যমে বাইর থেকে একটি চক্র প্রশ্নপত্রের উত্তর সরবরাহ করছিলো।

পরে পুলিশ কৃষ্ণকান্ত রায়ের দেয়া তথ্য অনুযায়ী শহরের ফকিরপাড়া এলাকার ‘স্বপ্নচুড়া’ ছাত্রাবাসে অভিযান চালিয়ে মোঃ মামুন ও সবুজকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, মামুন ও সবুজের কাছ থেকে ৫টি ডিভাইস ও বেশ কয়েকজন পরীক্ষার্থীদের সাথে চুক্তিনামা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে ধারনা করা হচ্ছে। চক্রটিকে শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা