
		মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা বলে জানায় কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
মন্তব্য করুন