
		দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা অফিস কার্যালয়ে আজ রোববার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলজিইডিএর উদ্যোগে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা আবজাল হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করা হয়। প্রকল্পের অধীনে ৭৬টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলার ১০টি পৌরসভা তথা ঘোড়াঘাট নিয়ে এলজিইডি বাস্তবায় রিজিলিয়েন্ট এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের ঘোড়াঘাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক এই দিনব্যাপী কর্মশালা পরিচালনা করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন-ঘোড়াঘাট সহকারি প্রকৌসলী মোকারম হোসেন, ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম, টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকর্তা নুরুলামিন তালুকদার, এলজিইডি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান ও বাস্তবায়ন কর্মকর্তা মুরতুজা রেজা,থানার ওসি নাজমুল হুদা,সাংবাদিক আনভীল বাপ্পীসহ আরো অনেকে।
মন্তব্য করুন