
		সুনামগঞ্জের ধোপাজান নদীসহ সকল নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আলফাত স্কয়ারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধোপাজানসহ জেলার সকল নদীতে অবৈধভাবে বালু লুট উত্তোলন বন্ধ, সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেন উন্নীতকরণ, সদর হাসপাতালে অপব্যবস্থাপনার বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এনসিপি নেতা মেহেদী হাসান সাকিব'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, সদস্য সচিব রেজানুল হক নেহাল ও আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ধোপাজান নদী থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন না করে লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাধ্যমে বালু লুট করা হচ্ছে। রাতের আঁধারে বালু উত্তোলন ও পরিবহন হচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে, শ্রমিক রা অনাহারে থাকছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চারলেনে উন্নতি না করায় দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। সদর হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। সাধারণ শ্রমিকরাও মানববন্ধনে অংশগ্রহন করেন।
মন্তব্য করুন