মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ ছাত্রীসহ আয়া আহত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাত ছাত্রী ও এক আয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (৫), এবং মাদ্রাসার আয়া আলেয়া (২২), যিনি ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী।

দারুন নাজাত মহিলা মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে একটি কাপড় বাইরে ঝুলে পড়ে। সেটি বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। তখন দায়িত্বরত আয়া আলেয়া জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ ব্যবহার করে কাপড়টি আনার চেষ্টা করেন। পাইপটি বিদ্যুতের তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে একই রুমে থাকা ছাত্রীদের শরীরেও বৈদ্যুতিক শক লাগে।

তিনি আরও বলেন, আমরা দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত থাকলেও আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।

স্থানীয়রা জানান, মাদ্রাসার ভবনের পাশে বিদ্যুতের তার অনেক নিচু দিয়ে গেছে। এ কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত বিদ্যুতের লাইনটি নিরাপদ উচ্চতায় সরানোর দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পর মাদ্রাসা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শিক্ষার্থীদের সহপাঠী ও অভিভাবকরা হাসপাতালে ভিড় জমায়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় যায় এবং প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে। আহতদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা