
		মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের সদস্যদেরকে প্রশাসনের উদ্যোগে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জানা যায় আজ বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার ৯ টি পরিবারের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মিস আফসানা বিলকিস।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, শিবচর থানার ইনচার্জ অফিসার মো. রকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাব প্রমুখ ।
ওই অনুষ্ঠানে পরিবার প্রতি ৩ বান্ডিল টিন ও নগদ ৯ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও একই সময় উপজেলা সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে দুই জন দুঃস্থ ব্যক্তিকে ২ টি গরু দেয়া হয়।
মন্তব্য করুন