মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে বসতঘরে ১০ পদ্ম গোখরা, এলাকায় আতঙ্ক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসতঘর থেকে ১১ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা সাপ ও ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে এসব সাপ উদ্ধার করা হয়।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য তারেক আজিজ জানিয়েছেন, শুক্রবার বিকেলে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পেয়ে তাদের খবর দেন। খবর পেয়ে একটি কক্ষ থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, একই দিন সন্ধ্যায় ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ি থেকে ইঁদুরের গর্তের ভেতর থেকে প্রায় ১১ ফুট লম্বা পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১১টি বিষাক্ত সাপই বর্তমানে স্নেক রেসকিউ টিমের হেফাজতে রয়েছে।

তারেক আজিজ নিশ্চিত করেছেন, উদ্ধার করা সাপগুলো শনিবার (১ নভেম্বর) সকালে পাহাড়ে অবমুক্ত করা হবে।

এদিকে, বিষাক্ত সাপ ও সাপের বাচ্চা বসতঘর থেকে উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলার হিঙ্গুলী বন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা