
		ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেসময় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত মসিউর রহমানে সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও তার দর্শন নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন