
		মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে ২০কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে উত্তর হালিশহরে হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করেছে।
এ তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল মো. সালমান নামে এক মাদক কারবারীকে আটক করে।
পরে তার তথ্য মতে বসত বাড়ির রান্না ঘরের ভিতরে একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামীকে মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন