
		দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার সড়ক ও জনপথের রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে । আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে ওই অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে। সড়কের উভয় পাশে দুইশতাধিক অবৈধ স্থাপনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী প্রশাসন এবং পুলিশ বিভাগের সহযোগিতায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। চারলেন সড়ক উন্নতিকরণ এর অংশ হিসেবে দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২০ ফুট জায়গার মধ্যে প্রথম ধাপে ৮৫ ফিট সওজের রাস্তার উচ্ছেদ করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন