মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খুলনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের বিভাগীয় পিএসডি কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

খুলনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের বিভাগীয় পিএসডি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর (শুক্রবার) বিকেলে খুলনা মহানগরীর টাইগার গার্ডেন হোটেলের টিউলিপ হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত পিএসডি এই অনুষ্ঠানে অংশ নেন।

কনফারেন্সে ডেসটিনি-২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমীনের খুলনায় আগমন সফল করতে প্রস্তুতিমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া খুলনা বিভাগে ডেসটিনির বিভিন্ন প্রকল্প সম্প্রসারণ এবং একটি শক্তিশালী পিএসডি ফোরাম গঠনের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া ডেসটিনির বিভিন্ন প্রকল্প সম্প্রসারণসহ খুলনা বিভাগীয় ডেসটিনি-২০০০ লিমিটেড এর একটি শক্তিশালী পিএসডি ফোরাম গঠনের বিষয়ে মতামত গ্রহণ ও পর্যালোচনা করা হয়। খুলনা বিভাগের পিএইচডি বৃন্দ এর আয়োজন করে।

পিএসডি সালাউদ্দিন জুয়েলের পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পিএসডি ফোরামের আহ্বায়ক জুলফিকার শাহেদ জিতু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলী আকবর মিন্টু, দেওয়ান ওমর ফারুক বাবু, যুগ্ম অর্থ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মাহাতাব হোসেন, খন্দকার আকমল উদ্দীন সাখি, জিল্লুর রহমান, মঞ্জুরুল ইসলাম, সজিব, প্রশান্ত কুমার পালসহ আরও অনেকে।

এছাড়াও পিএসডিদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম ডালিম, সাইফুল রহমান খান, রাকিবুল ইসলাম বক্কর, মুরাদ খান, মহানন্দ গাইন, খালিদ হোসেন, মো. রাসেলুর রহমান, বিপুলসহ খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকে আগত প্রায় অর্ধশত পিএসডি এতে অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা