
		নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১১২ টাকায় সরকারি চাকরীর নিয়োগ প্রাপ্ত ১৪ জনকে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সভা কক্ষে উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ নিয়োগপত্র তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক জানান, গত ২৪ অক্টোবর ৭টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষায় ১২৩৩ জন অংশ নেন। পরীক্ষার ফলাফল ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর নিয়োগ প্রাপ্তদের হাতে নিয়োগ পত্র তুলে দেয়া হল। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সন্তানরা চাকরি পাবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন