
		জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিনে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (৩নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডিগ্রির চর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দিন, দুলাল উদ্দিন ও মোতালেব হোসেন।
বক্তারা অভিযোগ করে বলেন, সদরের ইটাইল ও তুলসীরচর ইউনিয়নের ধোপা ইটাইল ও ডিগ্রিরচর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে স্থানীয় প্রভাবশালীরা একাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।
অপরিকল্পিত ভাবে বালি উত্তোলন করায় নদের দুইপাড়ে বসতবাড়ি, ফসলি জমি, কবরস্থান, ঈদগাহ মাঠ ভেঙ্গে নদের গর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে বহু স্থাপনাসহ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র। অবিলম্বে বালি উত্তোলন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয় এলাকাবাসী।
মন্তব্য করুন