
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন বাংলাদেশে আজ পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় নেতার দরকার নেই, দরকার নীতিবান নেতৃত্ব ও সুশাসন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ-শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শাকিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেম। এছাড়াও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো জনতা অংশ নেন।
সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, ১৯৪৭ সালের দেশ ভাগের পর ইসলামী সোনালী শাসনব্যবস্থা রক্ষার সুযোগ থাকলেও পরবর্তীকালে বিভিন্ন সরকার শাসনের নামে শোষণ করেছে, অধিকারের নামে করেছে জুলুম। জনগণ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও দেশের সংবিধানে ভারতীয় নীতিমালার প্রভাব রাখা হয়েছে। `প্রতীক পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। নতুন বাংলাদেশের স্বপ্নে জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লব সেই পরিবর্তনের শুরুর ঘোষণা দিয়েছে।
মামুনুল হক বলেন স্বাধীনতার পর থেকে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কঠোর পরিশ্রমের ফল বলে উল্লেখ করে তিনি বলেন, গত ৫৫ বছরের রাষ্ট্রনির্মাণে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হয়েছেন। এর মূল কারণ অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও রাজনৈতিক স্বচ্ছতার অভাব। উন্নয়নের নামে জনগণকে বারবার প্রতারিত করা হয়েছে,-মন্তব্য করেন তিনি।
দেশের সাংবিধানিক কাঠামো, মূল্যবোধের সংকট ও সুশাসনের অভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম অধিকার, নিরাপত্তা ও ন্যায়ের রাষ্ট্র দেখতে চায়। ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রই পারে স্থায়ী শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করতে।
সমাবেশের পরে মামুনুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ হাফেজ মাওলানা আহমদ আলী এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
মন্তব্য করুন