
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার সমর্থনে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ শীর্ষক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গণমিছিলটি সরকারি কলেজ গেইট হয়ে উপজেলা সদরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাওলাগঞ্জ বাজার মাঠে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন রঙের প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং দলের পক্ষে স্লোগান দেন।
পরে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের পরিচালক কাজী মো. আবুল বাশার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা। বক্তারা দাবি করেন, আজকের গণমিছিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। তাদের ভাষ্য, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন বাড়ছে এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্ম-বর্ণের মানুষের ভালোবাসায় এ আসনে প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন