
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফেরদৌস আলম।
মোনাজাত পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় নেতাকর্মীরা বলেন- বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের অভিভাবক এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। সমগ্র বাংলাদেশ আজ সেই উদ্বেগ এবং আশঙ্কার জায়গায় থেকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পীসহ, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন