মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টা

থানার সামনে দাঁড়িয়ে ছবি তুলে আলোচনায় মামলার আসামি দেলোয়ার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই মাসে ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি দেলোয়ার হোসেন আবারও আলোচনায়। এবার তিনি সরাসরি সেই মামলার সংশ্লিষ্ট রামপুরা থানার সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে ছবি তুলেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে লিখেছেন, “রামপুরা থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওসি খুব আন্তরিক ছিলেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আমাকে যদি কেউ গ্রেপ্তার করে, তার চাকরি থাকবে না।”

ছবিটি দ্রুত ভাইরাল হওয়ার পর উঠে আসে আরও বিস্ময়কর তথ্য। সূত্র জানায়, র‍্যাব দেলোয়ারকে গ্রেপ্তারের প্রস্তুতি নিলেও থানার তদন্ত কর্মকর্তা র‍্যাবকে জানিয়ে দেন—‘উপরের নির্দেশনা আছে, এখন গ্রেপ্তার করা যাবে না।’

দেলোয়ারের বিরুদ্ধে শুধু ছাত্রদের ওপর গুলি নয়, রয়েছে একাধিক মামলা—জবরদখল, প্রতারণা, চাঁদাবাজি, এমনকি নিম্নমানের কুলিং গ্যাস আমদানির মতো প্রাণঘাতী ব্যবসায় জড়িত থাকার অভিযোগও আছে। এই গ্যাস বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হলেও কোনো সঠিক তদন্ত হয়নি। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া পরিচয়ে নিজেকে আন্দোলনে আহত যোদ্ধা হিসেবে তুলে ধরে সরকারি সুবিধাও নিয়েছেন।

রাজনৈতিকভাবে দেলোয়ার ছিলেন ঢাকার সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ। রামপুরায় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশও নাকি ইলিয়াসের কাছ থেকেই এসেছিল। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে হলেও আগে সাভারে থাকতেন এবং সেখান থেকেই আন্দোলন দমনে সক্রিয় হন।

এছাড়াও, বিভিন্ন ব্যবসায়ীর অভিযোগ—দেলোয়ার মিথ্যা মামলা দিয়ে টাকা দাবি করতেন। মিরপুরের ব্যবসায়ী আবুল কাশেম জানান, কক্সবাজারে থাকার সময়ও তার নামে মামলা হয়, পরে দেলোয়ার এসে বলেন, “৫ লাখ টাকা দিলে মামলা মিটে যাবে।” আরেক ব্যবসায়ীও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক এবিএম নাজমুস সাকিব বলেন, “একজন জামিনবিহীন আসামি থানার সামনে গিয়ে ছবি তুলে প্রকাশ করলে তা আইনশৃঙ্খলার বড় দুর্বলতার প্রমাণ। এতে অপরাধ বাড়তে পারে।”

ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, যদি ব্যক্তি এজাহারভুক্ত আসামি হন, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিজের পক্ষ থেকে দেলোয়ার বলেন, তিনি থানায় গিয়েছিলেন নিজের নামে মামলা আছে কিনা জানতে। ওসি নাকি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। ইলিয়াস মোল্লার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অস্বীকার করলেও ব্যানার-ফেস্টুনে তার ছবি থাকার বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার
মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার
৫ দিনের রিমান্ডে পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার যুগল
৫ দিনের রিমান্ডে পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার যুগল
পর্ন জগতের বৃষ্টিকে আগেই ত্যাজ্য করেছিলেন বাবা
পর্ন জগতের বৃষ্টিকে আগেই ত্যাজ্য করেছিলেন বাবা