মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রথমবার ‘ছোট বাজেট’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:১৬ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম

স্বাধীনতার পরে এবারই প্রথম আগের বছরের চেয়ে কমেছে বাজেটের আকার। পরিবর্তিত বাংলাদেশে ২০২৫-২৬ অর্থ বছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশ টেলিভিশনে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। বাজেটে খরচের ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা সরাসরি জনগণের কাছ থেকে আদায় হবে। ফলে ব্যয় ঘাটতি থাকবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। দেশী-বিদেশী ঋণ ও অনুদান থেকে এই ঘাটতি পূরণের পরিকল্পনা সরকারের। চিরচেনা পুরানো ঢঙে উপস্থাপন হয়নি ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাজেট প্রস্তাবের সুচনা বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা ব্যয় বাজেটের উদ্দেশ্য ও মূলমন্ত্র জানান অর্থ উপদেষ্টা। এটা অর্থ উপদেষ্টার প্রথম এবং দেশের ৫৪তম বাজেট। যার শিরোনামÑ বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। নতুন বাজেটে ব্যয় পরিকল্পনার অর্ধেক সামাজিক নিরাপত্তা, যোগাযোগ-পরিবহন অবকাঠামো, শিক্ষা-প্রযুক্তি, কৃষি, জ্বালানী ও বিদ্যুৎ খাতে। শিক্ষা নিয়ে আছে অগ্রাধিকার ও নতুন দৃষ্টিভঙ্গি। বাজেটে খরচের পরিকল্পনার বিপরীতে সরকার ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে নানাভাবে সরাসরি আয় করবে। তারমধ্যে সবচেয়ে বড় অংশ ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এনবিআর রাজস্ব আদায় হিসেবে আয় করবে। নতুন প্রস্তাবিত বাজেটে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার ঘাটতি পুরণে সরকার ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে এবং বাকী অর্থ দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আহরণ করবে। নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক শূন্য ছয় ভাগ। আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক শূন্য ৫ ভাগ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। আসছে জুলাই থেকে নতুন অর্থ বছর শুরু হবে, শেষ হবে আগামী বছরের জুনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক