
		২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, এনবিআরকে রিঅর্গানাইজ করতে আমরা চেষ্টা করা হচ্ছে। বাইরে থেকে ঋণ আনার প্রক্রিয়াটাও মোটামুটি নেগোশিয়েট করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আমি মনে করি আমরা একটি জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট দিতে পেরেছি। অনেকে বলছে আগের পদাঙ্ক অনুসরণ করা হয়েছে। হুট করেই একটা বিপ্লবী বাজেট দিয়ে দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। বাজেটে একেবারে যে ইনোভেশন নেই, তা কিন্তু নয়। গতকাল বাজেট দিয়েছি, এটা ওপেন থাকবে। কিছু সাজেশন আসবে। পরবর্তীতে ফাইনাল বাজেটটা আসবে।
মন্তব্য করুন