
		বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্খা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। মঙ্গলবার (০৩ জুন) এনসিপির কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরীবদের উপর বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এমন উদ্যোগ নেয়া হয়নি বলেও জানানো হয় দলটির পক্ষ হতে। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। মঙ্গলবার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে বাজেট বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন এ রাজনৈতিক দল। প্রস্তাবিত বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্খা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট না বাড়ানো এবং প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর নিন্দা জানান তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। এসময়, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোন সুযোগ রাখা হয়নি বলে মন্তব্য করেছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বাজেটে বরাদ্দক সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা।
মন্তব্য করুন