মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কাজে ফিরেছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল থেকে তারা সময়মত কর্মস্থলে এসে কাজ শুরু করেছেন। এতে প্রায় দেড় মাসের অচলাবস্থা কাটলো রাজস্ব ভবনে। সেবা প্রত্যাশীরাও এনবিআরের কর্মকাণ্ড শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। এনবিআর চেয়ারম্যান জানান, আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে কিছুটা ভাটা পড়লেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণসহ এনবিআর সংস্কারে নানা দাবিতে আন্দোলন করে আসছিলো প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ তারা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচী পালন করে। তবে, রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রায় দেড় মাস ধরে চলা আন্দোলনের কারণে অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে রাজস্ব আদায় কার্যক্রম। সোমবার থেকে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কার্যক্রমের স্বাভাবিকতা ফিরে আসায় সেবা পাচ্ছেন সংশ্লিষ্টরা।

সেবা প্রত্যাশীরা জানান এক মাসের বেশি সময় ধরে এনবিআরের কার্যক্রম বন্ধ থাকায় নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের।

এনবিআর চেয়ারম্যান জানান, গতকাল থেকেই সারাদেশের কাস্টম হাউস ও বন্দরে রাজস্ব আদায় শুরু হয়েছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে ভাটা পড়লেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক