বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

ছোট পর্দার অভিনেতা তিনু করিম ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী হুমায়রা নওশিন।

তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত ঢাকায় এনে ২৪ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউতে রাখা হলেও দু’দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বুধবার হঠাৎ রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা কমে জ্ঞান হারালে আবার আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্বামীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে হুমায়রা নওশিন বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের কাছে ফিরে আসতে পারেন।’ তিনু করিমের ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

প্রায় দুই দশক ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিজ্ঞ অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুটিং সেটে অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ!
শুটিং সেটে অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ!
সাব্রিনা কার্পেন্টারের রেকর্ড বছর
সাব্রিনা কার্পেন্টারের রেকর্ড বছর
ভিন্নমাত্রার সাজে সানি লিওন
ভিন্নমাত্রার সাজে সানি লিওন
বলিউডে বছরের সেরা অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’?
বলিউডে বছরের সেরা অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’?